• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ইউক্রেনের বন্দর দখলের চেষ্টায় রাশিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২২, ০৭:৪৩ পিএম
ইউক্রেনের বন্দর দখলের চেষ্টায় রাশিয়া

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনের জল, স্থল ও আকাশপথে একযোগে সামরিক অভিযান শুরু করে রুশ সেনারা। সামরিক অভিযানের চতুর্থ দিন শেষে এরই মধ্যে দেশটির চারটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া।

দক্ষিণের জাপোরিঝঝায় অঞ্চলের মেলিটপোল শহর ছাড়াও নোভা কাখোভকা, খেরশন ও বারদিয়ানস্ক এখন রুশ সেনাদের দখলে। তবে রাজধানী কিয়েভ ও দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের নিয়ন্ত্রণ পেতে বেগ পেতে হচ্ছে তাদের।

রোববার সকাল থেকেই সেখানে প্রতিরোধ গড়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। একইসঙ্গে সম্মুখযুদ্ধে যোগ দিচ্ছে সাধারণ মানুষ। আন্তর্জাতিক গণমাধ্যমের ভিডিও ও ছবিতে বিভিন্ন এলাকার সড়কে তুমুল লড়াই চলতে দেখা গেছে।

এদিকে বার্তা সংস্থা এপি বলছে, স্থলভাগের পাশাপাশি জলসীমাতেও ইউক্রেনকে ঘিরে ফেলতে চাচ্ছে রাশিয়া। পশ্চিমে রোমানিয়ার সীমান্ত থেকে পূর্বে রাশিয়ার সীমান্ত পর্যন্ত বিস্তৃত উপকূলরেখার নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠছে দেশটি।

ইউক্রেনের দক্ষিণে কৌশলগত বন্দরগুলো উপর চাপ সৃষ্টি করেতে শুরু করেছে রুশ সামরিক বাহিনী। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকভ এসব তথ্য দেন।

তিনি জানান, রুশ বাহিনী কৃষ্ণ সাগরের খেরসন শহর ও আজভ সাগরের বার্দিয়ানস্ক বন্দর অবরুদ্ধ করে ফেলেছে। সেখানকার একটি বিমানঘাঁটির নিয়ন্ত্রণও নিয়েছে। এছাড়াও ওডেসা, মাইকোলাইভ ও অন্যান্য উপকূলীয় এলাকায় রুশ সেনাদের সঙ্গে লড়াই শুরুর কথা জানিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ।

 

Link copied!